আলু পটল চিংড়ির রসা

Copy Icon
Twitter Icon
আলু পটল চিংড়ির রসা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 1
  • চিংড়িমাছ 1/2 কাপ


  • আলু 2 টি


  • পটল 8 টি


  • পাঁচফোড়ন 1/2 চাচামচ


  • আদাবাটা 1 চাচামচ


  • কাঁচালঙ্কা 1/2 চাচামচ


  • জিরেগুড়ো 1/2 চা চামচ


  • গরমমশলাগুড়ো 1/2 চাচামচ


  • চিনি 1/2 চাচামচ


  • সরষেরতেল 1 টেবিলচামচ


  • ঘি 1 চা চামচ

Directions

  • আলু টুকরো করে কেটে নুন হলুদ ও জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
  • কড়াইয়ে তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে তুলে নিতে হবে। পাঁচ ফোড়ন দিয়ে পটল নুন হলুদ দিয়ে ভেজে সেদ্ধ আলু আদা লঙ্কা বাটা দিয়ে কষে নিতে হবে।
  • ওরমধ‍্যে ভাজা চিংড়ি জিরে গুড়ো ও অল্প জল দিয়ে ঢাকা দিতে হবে।
  • সেদ্ধ হয়ে মাখামাখা হয়ে গেলে ঘি ও গরম মশলা গুড়ো দিয়ে নুন মিষ্টি দেখে নামাতে হবে।
  • গরম গরম পরিবেশন করতে হবে।