ফুল কপির মালাইকারি

Copy Icon
Twitter Icon
ফুল কপির মালাইকারি

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 12 Min

Total Time : 17 Min

Ingredients

Serves : 5
  • 1 টা মাঝারি সাইজের ফুলকপি


  • 1 বড় পিঁয়াজ বাটা


  • 5 গ্রাম গোটা গরম মসলা


  • 2 টা তেজ পাতা


  • 3 টেবিল চামচ কাজু বাটা


  • 2 টেবিল চামচ চালমগজ বাটা


  • 3 টা কাঁচা লঙ্কা বাটা


  • 2 টেবিল চামচ ঘি


  • 2 কাপ নারকেল দুধ


  • 1/2 টেবিল চামচ নুন ( স্বাদ মত)


  • 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া


  • 1 টেবিল চামচ আদা ও রুসুন বাটা


  • 1/2 টেবিল চামচ চিনি


  • 1/2 চা চামচ গরম মসলা গুঁড়া


  • 4 টেবিল চামচ সাদা তেল

Directions

  • প্রণালী - প্রথমে ফুলকপি মাঝারি সাইজ করে কেটে নিতে হবে । এবার কড়াইতে জল ও নুন দিয়ে ফুলকপি ভাপিয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল ও ঘি দিয়ে কপি গুলোকে হাল্কা বাদামি করে ভেজে তুলে নিতে হবে । এবার ওই তেলের উপর গোটা গরম মসলা ও তেজপাতা ফরন দিয়ে পিঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে আদা ও রুসুন বাটা দিয়ে কাঁচা লঙ্কা, নুন ও কাজু,চালমগজ বাটা দিয়ে কষতে হবে যতখন না মসলা থেকে তেল ছাড়ে , তেল ছেড়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে চিনি ও নুন ,ভেজে রাখা ফুলকপি দিয়ে নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ পর গরম মশলার গুঁড়া দিয়ে নামাতে হবে ।