Close Button

ক্যাপসিকাম চিকেন পকোরা

share
ক্যাপসিকাম চিকেন পকোরা

Description

Cooking Time

Preparation Time : 60

Cook Time : 30

Total Time : 90

Ingredients

Serves 4

  • চিকেন কিমা 300 গ্রাম

  • ক্যাপসিকাম 1 ছোট সাইজ

  • আদা বাটা 1/2 চামচ

  • নুন 1 চামচ

  • গোটা এলাচ 2

  • গোটা ঝিরে 1/2 চামচ

  • কাঁচা লংকা 3

  • তেল 1 কাপ

  • সুজি 1/2 কাপ

Directions

  • 01

    একটা বাটিতে চিকেন কিমা ও তেল ,সুজি,ডিম বাদ দিয়ে সব মশলা দিয়ে মেখে রাখতে হবে 30 মিনিট মতো।

  • 02

    ডিম টি একটু নুন দিয়ে ফেটাতে হবে।চিকেন মাখাটা বলের আকারে করে ডিমের বাটারে ডুবিয়ে সুজির উপর ভালো করে বুলিয়ে গরম তেল ে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে

Review

0

Please Login to comment

Link copied