গ্রীন চানা ভর্তা........

Copy Icon
Twitter Icon
গ্রীন চানা ভর্তা........

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • 150 গ্রাম গ্রীন চানা


  • 1 টি মাঝারি আকারের আলু


  • 1 টি টমেটো


  • 1 টেবিল চামচ আদা ও কাঁচালঙ্কা বাটা

Directions

  • (1) গ্রীন চানা/কাঁচা ছোলা জলে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে।
  • (2) আলুর খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে।তারপর আলুগুলোকে অল্প তেলে ভেজে নিতে হবে।টমেটো ছোটো করে কেটে নিতে হবে।
  • (3) এবার প্যানে 2 টেবিল চামচ মতো তেল দিতে হবে।তেল গরম হলে গোটা জিরে ও হিং দিতে হবে। তারপর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আদা-কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
  • (4) মশলা একটু ভাজা ভাজা হলে গ্রীন চানার পেস্ট দিতে হবে। তারপর ভেজে রাখা আলু দিয়ে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে।
  • (5) তারপর 2 কাপ মতো জল জল দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে কম আঁচে রান্না করতে হবে। রান্নাটা মোটামুটি হয়ে এলে শেষে রোস্টেড জিরেগুঁড়ো,গরমমসলা ও রোস্টেড বাদাম দিয়ে নামিয়ে নিতে হবে।