বাঁধাকপি স্টাফড রোল

Copy Icon
Twitter Icon
বাঁধাকপি স্টাফড রোল

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 2কাপ ময়দা( ডো বানানোর জন্যে) 1/2 চা চামচ চিনি 1/2চা চামচ নুন 1/2 চা চামচ সাদা তেল পরিমাণমতো তেল (ভাজার জন্য) 1কাপ বাঁধাকপি কুচি(পুরের জন্যে) 1/2কাপ কড়াইশুটি 1/2কাপ আলু (গ্রেট করা) 1/2 চা চামচ আদা বাটা 1/2চা চামচ হলুদ গুঁড়ো 1চা চামচ ধনে পাতা কুচি 1/2চা চামচ সরষে স্বাদমতো নুন

Directions

  • ময়দা তে তেল,নুন,চিনি দিয়ে নরম ডো বানিয়ে ঢেকে রেখে দিতে হবে।
  • বাঁধাকপি,কড়াইশুটি একটু ভাপিয়ে নিতে হবে।
  • প্যানে তেল দিয়ে সরষে ফোড়ন দিয়ে আদা দিতে হবে একটু ভাজা হলে গ্রেট করা আলু , ভাপানো বাঁধাকপি,কড়াইশুটি , হলুদ ,নুন,ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে পুর তৈরি করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
  • এবার ময়দার ডো থেকে লেচি কেটে রুটি/লুচি মতো বেলে নিয়ে পুর টা মাঝখানে দিয়ে দিতে হবে।
  • এবার সাইড থেকে মুড়ে নিয়ে উপর নিচে থেকে মুড়ে দিতে হবে।
  • মুখ টা জল দিয়ে আটকে রোল বানিয়ে নিতে হবে।
  • প্যানে পরিমাণমতো তেল দিয়ে গরম হলে একটা একটা করে দিয়ে দিতে হবে।
  • একপিটে ভালো করে ভাজা হলে আরেকদিকে উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
  • দুদিকে ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে সস,পিয়াজের রিং এর সঙ্গে পরিবেশন করুন বাঁধাকপির স্টাফড রোল।