পটেটো পিনহুইল

Copy Icon
Twitter Icon
পটেটো পিনহুইল

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 2কাপ ময়দা 1/2 চা চামচ জোয়ান 2 চা চামচ সাদা তেল (ডো বানানোর জন্যে) স্বাদ মতো নুন 1/2 চা চামচ চিনি 4 টে মাঝারি আলু 2টি কাঁচা লঙ্কা 1/2 চা চামচ জিরাগুঁড়ো 1/2 চা চামচ ধনে গুঁড়া 1/2 চা চামচ হলুদ গুঁড়ো প্রয়োজন অনুযায়ী ভাজার জন্যে সাদা তেল

Directions

  • প্রথমে ময়দাতে,সাদা তেল, নুন, চিনি,জোয়ান দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে।
  • মাখা হয়ে গেলে ডো টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১৫মিনিট।
  • এবার একটা বাটিতে আলু সেদ্ধ, নুন, লঙ্কা কুচি, হলুদ,লঙ্কার গুঁড়ো,ধনে গুঁড়ো দিয়ে হালকা করে মেখে নিতে হবে।
  • এবার ডো টা রুটির মতো বেলে নিতে হবে।
  • এর পর আলুর পুর টা মাঝখানে দিয়ে দিতে হবে।
  • দু সাইডে একটু করে ফাঁকা রাখতে হবে।এবার একদিক থেকে মুরে রোল করে নিতে হবে শেষের অংশটা জল লাগিয়ে আটকে দিতে হবে যাতে খুলে না যায়।
  • এবার রোলটা ছুরি দিয়ে কেটে নিতে হবে।
  • এবার একটা বাটিতে অল্প ময়দা,নুন ও জল দিয়ে পাতলা করে গুলে নিতে হবে।
  • কড়াইতে সাদা তেল গরম করে ব্যাটারে পিনহুইল গুলো ডুবিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে।তেঁতুলের চাটনি সঙ্গে পরিবেশন করুন।