ক্যারামেল পুডিং

Copy Icon
Twitter Icon
ক্যারামেল পুডিং

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 1
  • 1 টা ডিম


  • 1/2 কাপ দুধ


  • 2 চা চামচ কন্ডেন্স মিল্ক


  • 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স


  • 2 টেবিল চামচ গুঁড়ো চিনি


  • 1/2 কাপ চিনি ক্যারামেলের জন্য


  • 4 চা চামচ ফ্রেশ ক্রিম


  • 1 চা চামচ মাখন

Directions

  • ক্যারামেল বানানোর জন্য একটি ফ্রাইং প্যানে আধা কাপ চিনি দিয়ে কম আঁচে গলতে দিলাম চিনি গলে লালচে রং হয়ে আসলে গ্যাস বন্ধ করলাম।
  • পুডিং বসানোর পাত্রটিতে মাখন লাগিয়ে নিয়ে দুই চামচ ক্যারামেল দিয়ে দিলাম। বাকি ক্যারামেল টা একটি কাচের বাটির উল্টোদিকে মাখন লাগিয়ে তার উপরে চামচে করে চারিদিকে পাতলা স্ট্রিং বানিয়ে নিলাম
  • ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে আস্তে করে বাটি থেকে ডিজাইন করা ক্যারামেলটা বের করে নিলাম।
  • একটি বাটিতে ডিম, দুধ, চিনি গুঁড়ো, ভ্যানিলা এসেন্স, কন্ডেস মিল্ক, ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিলাম।
  • এরপর এটি ছেঁকে নিয়ে পুডিংয়ের পাত্রে ঢেলে দিলাম এবং মাইক্রোওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রীতে প্রিহিট করে নিয়ে 15 মিনিট বেক করে নিলাম।
  • পুডিং ঠান্ডা হয়ে গেলে এটিকে একটি পাত্রে ডিমোল্ড করে এর উপরে ক্যারামেলের ডিজাইনটা সাজিয়ে পরিবেশন করলাম।