ডাল বড়া দিয়ে ঝিঙে পোস্ত

Copy Icon
Twitter Icon
ডাল বড়া দিয়ে ঝিঙে পোস্ত

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 1
  • ঝিঙে 2 টি


  • মটর ডাল 1 কাপ


  • পোস্তবাটা 1 চাচামচ


  • কাঁচালঙ্কা বাটা 1 চাচামচ


  • নুন 1/2 চাচামচ


  • হলুদগুড়ো 1/2 চাচামচ


  • সরষের তেল 1 টেবিলচামচ

Directions

  • মটর ডাল কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে নুন লঙ্কা।দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
  • কড়াইয়ে তেল গরম করে মটর ডাল বড়ার আকারে ভেজে নিতে হবে।
  • ঐ তেলে ঝিঙে নুন হলুদগুড়ো দিয়ে ভেজে পোস্তবাটা লঙ্কা বাটা দিয়ে ঢাকা দিতে হবে।
  • ঢাকা খুলে মটরডাল বড়া দিয়ে ঢাকা দিতে হবে।
  • মাখামাখা হলে নুন মিষ্টি দেখে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামাতে হবে।
  • গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।