সাবুদানা খিচড়ি

Copy Icon
Twitter Icon
সাবুদানা খিচড়ি

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • 1কাপ সাবুদানা 1/2 কাপ ভাজা বাদাম 1/2 কাপ সিদ্ধ আলু ছোট ছোট করে কাটা 2 টি কাঁচা লংকা কুঁচি পরিমাণ মতো সাদা তেল 1/2 চামচ গোটা জিরা 1/2 চা চামচ সরষে 7/8 কারিপাতা 1/2কাপ সেদ্ধ করাইশুটি স্বাদ মতো নুন 1 চা চামচ লেমন জুস 2 টেবিল চামচ ধনেপাতা কুঁচি

Directions

  • সাবুদানা হালকা করে ধুয়ে 1 কাপ জলে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখুন।
  • মাঝারি আঁচে প্যানে তেল গরম করে জিরা ,সরষে,কারি পাতা ফোড়োণ দিয়ে কাঁচা লঙ্কা দিন। আলু দিয়ে কয়েক মিনিট রান্না করুন।
  • সাবুদানা দিয়ে ৩-৪ মিনিট নাড়া-চাড়া করে নুন দিন।ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না সাবুদানা স্বচ্ছ রঙের হচ্ছে। সাবধানে নাড়তে থাকুন ৬-৭ মিনিট ।খেয়াল রাখবেন যেনো সাবুদানা ঝরঝরে হয়।
  • ভাজা বাদাম,লেবুর রস , কড়াইশুটি, ধনেপাতা মিশিয়ে নামিয়ে ফেলে গরম গরম পরিবেশন করুন।