সিমুই উপমা

Copy Icon
Twitter Icon
সিমুই উপমা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 1কাপ সিমুই 1 চা চামচ সরষে 1টেবিল চামচ ঘি 7/8টি কাজু বাদাম 6/7টি কারি পাতা 1 চা চামচ ছোলার ডাল 1চা চামচ কাঁচা লঙ্কা কুচি 1টি পেঁয়াজ কুচি 1/2কাপ বিনস কুচি 1/2কাপ গাজর কুচি স্বাদমতো নুন

Directions

  • অল্প পরিমাণ নুন দিয়ে সেমাই জলে সেদ্ধ করে নিয়ে জল বড়ো ছাকনির সাহায্যে ছেঁকে নিন। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায়।
  • কড়াইতে তেল গরম করে ছোলা ডাল, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা,কারিপাতা ফোড়ন দিতে হবে।
  • ফোড়নের সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।এবার গাজর কুচি, বিনস কুচি দিয়ে ভাজতে হবে।
  • সব্জি ভাজা ভাজা হয়ে এলে কাজুবাদাম দিয়ে নাড়াচাড়া করে হাল্কা ভাজতে হবে।
  • এবার সেদ্ধ করা সেমাই দিয়ে আন্দাজমতো নুন,ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করুন ।