মাছের মাথা দিয়ে মুগ ডাল

Copy Icon
Twitter Icon
মাছের মাথা দিয়ে মুগ ডাল

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 4
  • 1 টি রুই মাছের মাথা 1 কাপ মুগ ডাল পরিমাণ মতো সর্ষের তেল 2টি তেজপাতা 2 টি লবঙ্গ 1 টি দারচিনি ২ টি এলাচ 1টি পিয়াজ 1টি টম্যাটো 1 চা চামচ আদা বাটা 1 চা চামচ রসুন বাটা 1 চা চামচ ঘি 1টি শুকনো লঙ্কা 1/2 চা চামচ গোটা জিরে 1 চা চামচ জিরের গুঁড়ো 1 চা চামচ হলুদ গুঁড়ো 1/2 চা চামচ কাশ্মিরী লংকা গুঁড়ো 1/2 চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মত নুন 2 চা চামচ ধনে পাতা।

Directions

  • প্রথমে মাছের মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিন।হলুদ লবন দিয়ে মেখে রাখুন ১০ মিনিট।এরপরে পাত্রে তেল গরম করে সোনালি করে ভেজে তুলে রাখুন।
  • মুগের ডাল টেলে ভেজে নিন।তারপর ধুয়ে রাখুন।মুগ ডাল সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।
  • এবার যে পাত্রে মাছের মাথা ভাজা হয়েছিল সেই পাত্রেই আরেকটু তেল দিয়ে আস্ত শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে ফোঁড়ন দিন।এবার তেলের মধ্যে আদা-রসুন বাটা দিয়ে আরও ২/৩ মিনিট ভাজুন।
  • এরপর পিয়াজ,টমেটো বাকি গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষান।এবার সেদ্ধ করে রাখা ডাল মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেশান। ৫ মিনিট রান্না করার পর তাতে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিন।
  • ভালোভাবে নেড়ে ১ কাপ গরম জল দিয়ে মৃদু আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। মাছের মাথা সেদ্ধ হয়ে নরম হয়ে আসলে চামচ দিয়ে নেড়ে ভেঙে দিন।আধা ভাঙ্গা হলেই হবে।
  • আরও ৫ মিনিট রান্না করে ধনে পাতা কুঁচি,ঘি ছিটিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।