কিমা মটর কারি

Copy Icon
Twitter Icon
কিমা মটর কারি

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 20 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 4
  • 500গ্রাম খাসির কিমা (ধুয়ে জল ঝরিয়ে নিন)।1/2কাপ টক দই 1 চা চামচ হলুদগুঁড়া 1 চা-চামচ আদা ও রসুন বাটা 1 চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়া 1চা-চামচ ধনে ও জিরা গুঁড়া 2 চা-চামচ টমেটো সস পরিমাণ মতো নুন 4টি এলাচ 2টি লবঙ্গ 1/2 চা চামচ গোটা জিরা 1/2কাপ ঘি 1 কাপ পেঁয়াজকুচি 1/2 কাপ রসুনকুচি 1 কাপ টমেটো মিহিকুচি 1 কাপ বা বেশি (ফ্রেশ বা ফ্রোজেন) মটরশুঁটি 1 চা চামচ গরম মসলাগুঁড়া সামান্য জায়ফল ও জয়ত্রী গুঁড়া 2 টেবিল-চামচ ধনেপাতা কুচি 2টি কাঁচা লংকা পরিমাণ মতো তেল

Directions

  • কিমা থেকে জল ঝরিয়ে উপরের দই,আদা রসুন বাটা,টমেটো সস,হলুদ গুঁড়ো,ধনে জিরে গুঁড়া, কাশ্মিরী লংকা গুঁড়ো,নুন সব মসলা মিশিয়ে কয়েক ঘণ্টা (৪ থেকে ৮) ফ্রিজে রাখুন।
  • কড়াইতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ দিন। সোনালি করে ভাজুন।
  • এখন আস্ত গরম মসলা ও রসুন দিয়ে 1 মিনিট ভেজে টমেটোকুচি দিয়ে ঢেকে নরম হতে দিন।
  • তারপর মেরিনেট করা কিমা দিয়ে কষিয়ে রান্না করুন।
  • কিমার জল শুকিয়ে তেল বের হলে ঢেকে অল্প আঁচে কিছু সময় রাখুন। 1 কাপ গরম জল ও মটরশুঁটি দিন। ঢেকে অল্প আঁচে ১০ মিনিট রান্না করুন।
  • তেল ভাসলে গরম মসলাগুঁড়া,জায়ফল, জয়ত্রী,ধনেপাতা, কাঁচা লংকা দিয়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট দমে রেখে গ্যাস বন্ধ করুন।
  • নামিয়ে সেদ্ধ ডিম,ধনেপাতা দিয়ে সাজিয়ে রুটি, পরোটা বা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।