ডালমা

Copy Icon
Twitter Icon
ডালমা

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 40 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 10
  • 1 কাপ অরহর ডাল


  • 1/2 কাপ মটর ডাল


  • 1/2 কাপ ছোলার ডাল


  • 1/2 কাপ মুগ ডাল


  • 1/3 কাপ কাবুলি ছোলা


  • 2 tbsp লবণ বা স্বাদমত


  • 2 কাপ কুমড়ো র টুকরো


  • 2 টো আলু (টুকরো করা)


  • 1 টা কাঁচকলা (টুকরো করা)


  • 2 টো সজনে ডাটা (টুকরো করা)


  • 3 টে গাঠি কচু (টুকরো করা)


  • 1/2 পেঁপে (টুকরো করা)


  • 2 টো বেগুন (টুকরো করা)


  • 2 টো বড় টম্যাটো(টুকরো করা)


  • 1 কাপ নারকেল কোরা


  • 2 tsp আদা বাটা


  • 6 টা কাঁচা লংকা


  • 12 টা শুকনো লংকা


  • 1 tsp গোটা গোলমরিচ


  • 2 tbsp &1tsp গোটা জিরে


  • 2tbsp ঘি


  • 1tbsp পাঁচফোড়ন


  • 2"দালচিনি

Directions

  • মুগ বাদে সব ডাল রাতে ভিজিয়ে রাখতে হবে। সকালে তাতে মুগ ডাল দিয়ে 1/2 hour পর ডেকচি তে 1&12ltr জল দিয়ে নুন হলুদ দিয়ে গরম হলে ডাল দিয়ে 15minutes ফুটিয়ে তাতে আলু, কুমড়ো, কচু, পেঁপে দিয়ে 10minutes ফুটিয়ে বাকি সবজি দিয়ে 5minutes পর
  • টমেটো, আদা, লংকা, নারকেল দিয়ে 15 minutes রান্না করতে হবে
  • একটা কড়াইতে ঘি দিয়ে তাতে 6 টা শুকনো লংকা, আর পাঁচফোড়ন,1tsp গোটা জিরে ফোড়ন দিয়ে নেড়েচেড়ে ডাল এ দিতে হবে। বাকি জিরে, শুকনো লংকা, দারচিনি, গোলমরিচ, এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে ডাল এ দিতে হবে