সাম্বার ডাল

Copy Icon
Twitter Icon
সাম্বার ডাল

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 25 Min

Total Time : 45 Min

Ingredients

Serves : 10
  • 1 cups অড়হর ডাল


  • 1 cups কয়েকরকম সবজী কুচানো( বিন্স,গাজর, সাজনা ডাটা )


  • 1 tsp তেতুলের কাঁথ


  • 1/2 tsp হলুদ গুঁড়ো


  • 1 pinch নুন স্বাদ অনুযায়ী


  • 3 tbsp তেল


  • 1 nos লাল শুকনো লঙ্কা


  • 1 tsp গোটা সর্ষে


  • গোটা সর্ষে 1 tsp


  • 12-15 nos কারি পাতা


  • কারি পাতা 1 tsp


  • 1 cups কুচানো টমেটো


  • 1 cups কুচানো পেয়াঁজ


  • 1/2 tsp কাশ্মিরী লঙ্কার গুঁড়ো


  • 1 1/2 tsp সাম্বার মশলা

Directions

  • 30 মিনিট ডাল জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুইয়ে নিতে হবে।একটি প্রেসার কুকারে, ডাল, কুচানো সবজী, নুন, হলুদ গুঁড়ো এবং জল এক সাথে দিতে হবে। মাঝারি আঁচে 5-6 টি সিটি পরা পর্যন্ত রান্না করতে হবে।
  • এবার একটি কড়াইতে তেল গরম করতে হবে। তেলে দিতে হবে সর্ষে, শুকনো লঙ্কা, হিং এবং কারি পাতা।
  • এবার একটি কড়াইতে তেল গরম করতে হবে। তেলে দিতে হবে সর্ষে, শুকনো লঙ্কা, হিং এবং কারি পাতা।
  • এতে মেশাতে হবে সাম্বার মশলা, লঙ্কার গুঁড়ো এবং তেতুলের কাঁথ। ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • প্রয়োজন অনুযায়ী যথেষ্ট পরিমানে জল মেশাতে হবে। 10 মিনিট ধরে নেড়েচেড়ে রান্না করতে হবে। এবারে নারকেল কোরা মেশাতে হবে।
  • ইডলি, উত্থাপাম, ধোসা অথবা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু সাম্বার ডাল।