দই বড়া

Copy Icon
Twitter Icon
দই বড়া

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • 1 কাপ বিউলী ডাল 2 চা চামচ ভাজা জিরা ধনে শুকনো লঙ্কা গুঁড়ো মশলা 1/2 চা চামচ গোল মরিচ 2কাপ টক দই 1/2কাপ তেঁতুলের চা চাটনি 4 চা চামচ ধনে পাতার চাটনি 1/2কাপ ঝুড়ি ভাজা স্বাদমতো নুন পরিমাণমতো তেল 1/2 চা চামচ বিটনুন 1 চা চামচ ধনপাতা কুচি

Directions

  • আগের দিন রাতে ডাল ভিজিয়ে পরের দিন মিহি করে বেটে নিন। বাটা ডাল খুব ভালো করে ফেটিয়ে একটা মুখ ঢাকা পাত্রে ঘন্টা দুয়েক রেখে দিন। 
  • টকদই এর মধ্যে বিটনুন মিক্সিতে ভাল করে ফেটিয়ে নিন। 
  • এবার কড়াতে বেশী করে তেল গরম করে বাটা ডাল থেকে একটি একটি করে বড়া ভেজে তুলুন। হাল্কা করে ভাজা হবে। ভেজে তুলে নিয়ে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।
  • তারপর জল থেকে বড়াগুলি তুলে নিয়ে অন্য পাত্রে সাজিয়ে রাখুন। ওর ওপর ফেটানো দই ছড়িয়ে দিন। দেখবেন যেন বড়াগুলি ডুবে যায়। 
  • এবার ওর উপর তেঁতুলের চাটনি,ধনেপাতার চাটনি,ঝুড়ি ভাজা,ধনেপাতা ছড়িয়ে দই বড়া পরিবেশন করুন।