ডিম তড়কা

Copy Icon
Twitter Icon
ডিম তড়কা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 25 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 4
  • 1 কাপ সবুজ মুগ ডাল 3 টে ডিম স্বাদমতো নুন 1 টি পেঁয়াজ কুচানো 1 চা চামচ রসুন বাটা


  • 1/2 চা চামচ আদা বাটা 1/2 চা চামচ হলুদের গুঁড়ো 1/2জিরা গুঁড়ো 1/2 চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো। 2 টো লঙ্কা কুচানো 3 টেবিল চামচ তেল 1টি দারচিনি 2টি এলাচ ও লবঙ্গ 1/2চা চামচ কসুরি মেথি 1/2 চা চামচ তড়কা মসলা 1টি পাতি লেবু

Directions

  • রান্নার প্রায় 4/5 ঘন্টা আগে ডাল ভিজিয়ে রাখতে হবে।
  • এরপর রান্না করার সময় অল্প জল ও নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিতে হবে।ডিম গুলো ভুজিয়া তৈরি করে নিতে হবে।
  • কড়াইতে তেল দিয়ে একে একে দারচিনি,লবঙ্গ,এলাচ, পিয়াজ কুচি,আদা রসুন বাটা,টমেটো,হলুদ,জিরা,কাশ্মিরী লংকা গুঁড়ো, কাঁচা লংকা কুচি,নুন, তড়কা মাসালা দিয়ে ভালো করে মাসলা কষিয়ে নিয়ে ডাল টা দিয়ে দিতে হবে।
  • এরপর ডিম ভুর্জি , কাশুরী মেথি ও পাতি লেবু রস দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে রাঁধতে হবে।
  • ঢাকা খুলে নামিয়ে পিয়াজ, কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করুন।