চিংড়ি মুসুর ডাল

Copy Icon
Twitter Icon
চিংড়ি মুসুর ডাল

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 15 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • চিংড়ি মাছ ১৫০গ্রাম, নুন স্বাদ মতো ,সর্ষে তেল পরিমান মতো ,গোটা জিরে ১ চা চামচ ,তেজপাতা ২টি, ৩টে রসুন কোয়া ,আদা কুঁচি ১/২টেবিল চামচ ,কাঁচালঙ্কা ৩টি ,গরম মশলার গুঁড়ো ১চা চামচ, ঘি ১টেবিল চামচ, মুসুর ডাল ১কাপ, হলুদ গুঁড়ো ১টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১চা চামচ, কিসমিস ১/২কাপ,১টি শুকনো লঙ্কা

Directions

  • চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নিন হলুদ মাখিয়ে ভেঁজে তুলে রাখতে হবে।
  • প্রেসার কুকার এ তেল গরম করে গোটা জিরে ,শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরণ দিয়ে রসুন কুঁচি একটু লাল করে ভাজতে হবে,সাথে আদা কুঁচি আর লঙ্কা কুঁচি দিয়ে ভাজতে হবে বাদামি করে।
  • তারপর কম আঁচে মুসুর ডাল দিয়ে কষতে হবে,তারপর নুন,হলুদ গুঁড়ো,চিনি,কিসমিস দিয়ে ভালো করে কষে পরিমান মতো জল দিয়ে সেধ্য করতে হবে।
  • তারপর ভাজা মাছ আর গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে আরো ৫মিনিট ফোটালেই তৈরি ।