লুচি আর ছোলার ডাল

Copy Icon
Twitter Icon
লুচি আর ছোলার ডাল

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • 1 কাপ ময়দা


  • 1 কাপ সাদা তেল


  • 1 চা চামচ নুন


  • 1 চা চামচ চিনি


  • 1 কাপ ছোলার ডাল


  • 1 টা তেজপাতা


  • 1 চা চামচ লংকা গুঁড়ো


  • 1/2 চা চামচ জিরা গুঁড়ো


  • 1/4 চা চামচ হলুদ গুঁড়ো


  • 1/4 চা চামচ গরমমশলা গুঁড়ো


  • 1 টা টমেটো কুচি


  • 1 চা চামচ গোটা গরমমশলা


  • 1/2 চা চামচ ঘি

Directions

  • প্রথমে ময়দা সামান্য নুন, সামান্য চিনি, 1 চা চামচ তেল আর জল দিয়ে মেখে রেখে দিতে হবে 20 মিনিট।
  • ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রাখতে হবে। যদি সময় না থাকে তাহলে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে হবে।
  • এবার ভেজানো ছোলার ডাল কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
  • করাই তে 2 চা চামচ তেল দিয়ে তেজপাতা আর গোটা গরমমশলা ফোরন দিয়ে টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না টমেটো নরম হয়।
  • টমেটো নরম হলে তাতে জিরা গুঁড়ো, লংকা গুঁড়ো আর গরমমশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে সেদ্ধ ছোলার ডাল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিট
  • 2 মিনিট পর ঢাকা খুলে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে ।
  • এবার করাই তে বাকি তেল দিয়ে মাখা ময়দা থেকে ছোট লেচি করে লুচি বেলে ভেজে তুলে নিতে হবে ।