Tri color dhokla

Copy Icon
Twitter Icon
Tri color dhokla

Description

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 30 Min

Total Time : 55 Min

Ingredients

Serves : 4
  • 1 cups সুজি


  • 1/2 cups টক দৈ


  • 1/4 tsp নুন


  • 1 tsp চিনি


  • 1 tsp গাজর


  • 1 tsp টমেটো


  • 2 cups পালং শাক কুচি


  • 3-4 nos কাঁচা লঙ্কা


  • 7-8 nos কারি পাতা


  • 1 tsp কালো সরষে

Directions

  • প্রথমে সব উপকরন গুলো একত্রিত করে নিতে হবে।
  • এবার একটা মিক্সিং বোলে সুজি, দৈ, নুন , চিনি নিয়ে ভালোকরে মিক্স করে একটা ঘন ব্যাটার বানিয়ে ঢেকে রাখতে হবে 25 মিনিট।
  • এবার গাজর আর টমেটো দিয়ে একটা পেস্ট বানাতে হবে।
  • এবার পালং শাকের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাতে হবে।
  • এবার 25 মিনিট পর সুজির মিশ্রন টা সমান তিন ভাগে ভাগ করে নিতে হবে।
  • এবার একটা ভাগে গাজরের পেস্ট মেশাতে হবে।
  • আর একটা ভাগে পালং শাকের পেস্ট মেশাতে হবে।
  • আর একটা ভাগ সাদা রাখতে হবে।
  • এবার একটা বড় প্যানে এক কাপ জল গরম করতে বসিয়ে ওতে একটা স্টিলের স্ট্যান্ড বসাতে হবে।
  • এবার যে মোল্ডে ঢোকলা বানাবো ওতে তেল ব্রাশ করে সবুজ মিশ্রন টায় 1/3 চা চামচ ইনো মিশিয়ে ঐ মোল্ড এ ঢেলে ঐ স্ট্যান্ডের ওপর বসিয়ে প্যান এ ঢাকা দিয়ে লো ফ্লেমে 7 মিনিট স্টিম করতে হবে।
  • এবার 7 মিনিট পর নামিয়ে নিয়ে সাদা মিশ্রনে 1/3 চা চামচ ইনো মিশিয়ে ঐ মোল্ড এ ঢেলে আবার প্যান টা ঢেকে লো ফ্লেমে 7 মিনিট স্টিম করতে হবে।
  • 7 মিনিট পর নামিয়ে একই ভাবে অরেন্জ মিশ্রন টা ঢেলে এবার 15 মিনিট স্টিম করতে হবে।
  • 15 মিনিট পর চেক করে দেখে যদি হয়ে যায় তাহলে নামিয়ে একটু ঠান্ডা করে ডিমোল্ড করে নিতে হবে।
  • এবার একটা ছোটো প্যানে সাদা তেল গরম করে ওতে সরষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে ঐ তেরঙ্গা ঢোকলার ওপরে ঢেলে দিয়ে ইচ্ছেমত শেপে কেটে সার্ভ করতে হবে।