ওটস ওমলেট

Copy Icon
Twitter Icon
ওটস ওমলেট

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 10 Min

Total Time : 15 Min

Ingredients

Serves : 1
  • 1/4 কাপ ওটস


  • 1/2 টমেটো ডুমো ডুমো করে কাটা


  • 2 টো কাঁচা লঙ্কা কুচি করে কাটা


  • 1/2 পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা চা চামচ নুন


  • 1/2 গাজর ডুমো ডুমো করে কাটা


  • 2 টো কারি পাতা


  • 3 টেবিল চামচ জল


  • 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো


  • 1 চা চামচ নুন


  • 1 টা গোটা ডিম


  • 1 টা ডিমের সাদা অংশ


  • 1/2 চা চামচ হলুদ গুঁড়ো


  • 1 চা চামচ সাদা তেল

Directions

  • মিক্সিতে ওটা গুঁড়ো করে নিতে হবে।
  • এবার একটা পাত্রে ওটস গুঁড়ো, হলুদ গুঁড়ো,নুন,গোলমরিচ গুঁড়ো ও জল মিশিয়ে গোলা বানাতে হবে।
  • এই গোলায় সব সবজি ও কারি পাতা যোগ করতে হবে।
  • এবার একটা ডিমের সাদা অংশ ও আর একটা গোটা ডিম ভেঙে এই মিশ্রণে যোগ করতে হবে।
  • একটা প্যানে তেল গরম করে নিয়ে তৈরি করা মিশ্রণটি ওর মধ্যে ঢেলে দিতে হবে। 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়।
  • 4 মিনিট পর চাপা সরিয়ে অমলেট টা উল্টে নিয়ে আবার চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করতে হবে।
  • হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিন।
  • গরম গরম পরিবেশন করুন।