তিন রঙা পোলাও

Copy Icon
Twitter Icon
 তিন রঙা পোলাও

Description

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 30 Min

Total Time : 55 Min

Ingredients

Serves : 1
  • 2 cups বাসমতি চাল


  • 2 tbsp হলুদ গুঁড়ো


  • 1/2 cups ধনেপাতা কুচি


  • 1/2 cups পালং শাক কুচি


  • 1 tsp নুন


  • 1 tbsp চিনি


  • 1/2 tbsp কেশর


  • 2 tbsp দুধ


  • 1 tbsp আদা রসুন বাটা


  • 3 nos তেজপাতা


  • 2 tbsp সাদা তেল


  • 2 tbsp ঘি

Directions

  • প্রথমে বাসমতি চাল ধুয়ে সেদ্ধ করে নিতে হবে
  • এবার বাসমতি চাল তিন ভাগে ভাগ করে আলাদা আলাদা রাখতে হবে
  • এবার দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখতে হবে
  • ধনেপাতা ও পালং শাক কুচি মিহি করে বেটে নিতে হবে
  • প্যানে সাদা তেল দিয়ে একটা তেজপাতা ফোঁড়ন দিয়ে এর মধ্যে সামান্য আদা বাটা ও রসুন বাটা দিয়ে কষিয়ে ধনেপাতা বাটাও পালং শাক বাটা দিতে হবে
  • স্বাদমতো নুন দিতে হবে
  • ভালো করে কষানো হয়ে গেলে কিছুটা বাসমতি চাল দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে ভাত এর রং সবুজ হয়
  • সবুজ রং হলে নামিয়ে নিতে হবে
  • এবার কড়াইতে আবার সাদা তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিতে হবে
  • এরপর আরও কিছুটা সেদ্ধ বাসমতি চাল দিতে হবে
  • এর মধ্যে দুধে ভেজানো কেশর যোগ করতে হবে
  • ভাল করে নাড়িয়ে নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে
  • এরপর প্যানে ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিতে হবে এবং বাকি সেদ্ধ বাসমতি চাল দিতে হবে
  • স্বাদমতো নুন দিতে দিয়ে নাড়িয়ে নামাতে হবে
  • এবার টিফিন বক্স এর প্রথম লেয়ারে কমলা ভাত সাজিয়ে দিতে হবে
  • পরবর্তী স্তরে সাদা ভাত সাজিয়ে দিতে হবে
  • সবচেয়ে উপরের স্তরের সবুজ ভাত সাজিয়ে চেপে দিতে হবে
  • এবার একটি প্লেটে পুরো টিফিন বক্সটি উল্টো করে দিলেই তৈরি তিনরঙা পোলাও
  • উপরে একটি স্টার এনিস দিতে হবে