রঙিন ইডলি

Copy Icon
Twitter Icon
রঙিন ইডলি

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 2
  • 1 cups সুজি


  • 1/2 cups টক দই


  • 1 cups জল


  • 1 cups ধনেপাতা কুচি


  • 1/2 cups বীট গ্ৰেট করা


  • 1 nos কাঁচা লঙ্কা কুচানো


  • 1 tbsp বিউলীর ডাল


  • 1 tbsp সাদা জিরে


  • 1 tsp গোটা কালো সরষে


  • 1 tbsp সাদা তেল


  • 1/2 tbsp বেকিং সোডা


  • 1/4 tsp হিং


  • 8-10 nos কারীপাতা


  • 1 tsp নুন


  • 1 tbsp আদা বাটা

Directions

  • ধনেপাতা মিক্সিতে পেস্ট করে নিতে হবে
  • একটি পাত্রে সুজি আর দই ভাল করে মিশিয়ে নিতে হবে
  • এতে সামান্য নুন দিয়ে ও জল দিয়ে ভালো করে মেশাতে হবে
  • দেখতে হবে যেন কোন দলা না থাকে এভাবে কুড়ি মিনিট ঢেকে রাখতে হবে
  • একটি কড়াইয়ে তেল গরম করে গোটা সরষে, সাদা জিরে, কারিপাতা ফোড়ন দিতে হবে
  • ধরনের গন্ধ বের হলে এর মধ্যে বিউলির ডাল কাঁচা লঙ্কা এবং আদা বাটা যোগ করতে হবে
  • এরপর হিং দিয়ে ক্রমাগত নাড়াতে হবে
  • এরপর এই মিশ্রণটি গ্যাস থেকে নামিয়ে টক দই ও সুজির মিশ্রণের মধ্যে যোগ করতে হবে
  • এর পরেতে বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে
  • এরপর অর্ধেক ব্যাটার আলাদা করে তার মধ্যে গ্রেট করা বিট যোগ করে দিতে হবে লাল ইডলির জন্য
  • বাকি ব্যাটারের মধ্যে থেকে কিছুটা ব্যাটার আলাদা করে তার মধ্যে ধনেপাতা পেস্ট যোগ করতে হবে সবুজ ইডলির জন্য
  • আর বাকি কিছুটা ব্যাটার রেখে দিতে হবে সাদা ইডলির জন্য
  • ইডলি কুকারে জল দিয়ে জল ফুটতে দিতে হবে
  • ইডলি মোল্ডের সামান্য তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিতে হবে
  • ইডলি কুকারের জল ফুটতে শুরু করলে ইডলি মোল্ড বসিয়ে দিতে হবে
  • ইডলি কুকার ঢাকা দিয়ে দিতে হবে এবং 15 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে
  • 15 মিনিট পর ঢাকা খুলে টুথপিক দিয়ে ইডলি গুলি চেক করে নিতে হবে
  • যদি টুথপিক এর গায়ে লেগে থাকে তবে বুঝতে হবে যে আরো কিছুক্ষন রান্না হবে
  • আর যদি টুথপিক টি শুকনো বেরোয় তাহলে বুঝতে হবে ইডলি তৈরি হয়ে গেছে