সাবুর চাট

Copy Icon
Twitter Icon
সাবুর চাট

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 1
  • সাবুর পাপড় 1 টি


  • শশা 1 টা


  • গাজর কুচি 1 টেবিলচামচ


  • পেঁয়াজকুচি 1 টেবিলচামচ


  • কাঁচালঙ্কা কুচি 1 টি


  • ভাজা বাদাম 1/2 কাপ


  • বিটনুন 1/2 নুন


  • সরষের তেল 1 চা চামচ


  • ধনেপাতাকুচি 1 চা চামচ


  • চাটমশলা 1/2 চাচামচ


  • নুন 1/2 চাচামচ


  • কাপসিকাম 1 টেবিলচামচ

Directions

  • কড়াইয়ে তেল গরম করে সাবুর পাপড় ভালো করে ভেজে নিতে হবে। ঐ তেলে বাদাম লঙ্কা ও পেঁয়াজ কুচি ভেজে তুলে নিতে হবে।
  • একটি বাটিতে শশা কাপসিকাম গাজর লঙ্কা ধনেপাতা পেঁয়াজ কুচি ভাজা বিটনুন চাটমশলা বাদামভাজা নুন লেবুর রস ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
  • পাপড়ের ওপর মিশ্রণটি দিয়ে সাজিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে।