Close Button

শাহী টুকরা

শাহী টুকরা

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 10

Total Time : 30

Ingredients

Serves 2

 • পাউরুটি 3 টি পিস

 • দুধ 500 মিলি

 • কনডেন্সডমিল্ক 1/2 কাপ

 • কাজুবাদাম 15 টি

 • কিশমিশ 1 মুঠো

 • এলাচ 3 টি

 • তেজপাতা 2 পাতা

 • ঘি 2 টেবিলচামচ

 • গুড়োদুধ 2 টেবিলচামচ

 • চিনি 1 চা চামচ

 • কাঠবাদাম 1 মুঠো

Directions

 • 01

  পাউরুটি গুলো দুভাগে কেটে নিতে হবে।ননস্টিক প‍্যানে ঘি গরম করে কাজু কাঠবাদাম ও কিশমিশ ভেজে তুলে নিতে হবে।ঐ ঘিয়ে পাউরুটি গুলো কে ভালো করে ভেজে নিতে হবে।

 • 02

  কড়াইয়ে দুধ এলাচ তেজপাতা চিনি মিশিয়ে ঘন করে নিতে হবে।

 • 03

  ওরমধ‍্যে কনডেন্সড মিল্ক গুড়ো দুধ কাজু বাদাম ও কিশমিশ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে।

 • 04

  সব মিশে গেলে পাউরুটির ওপর ঢেলে দিতে হবে।

Review

0

Please Login to comment

Link copied