গোল পরোটা

Copy Icon
Twitter Icon
গোল পরোটা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 1
  • আটা 2 কাপ


  • ময়দা 1/2 কাপ


  • ঘি 1 টেবিলচামচ


  • নুন 1/2 চা চামচ


  • চিনি 1/2 চা চামচ

Directions

  • আটা ময়দা নুন ঘি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে।
  • ননস্টিক প‍্যানে ঘি দিয়ে ডো থেকে লেচি কেটে গোল পরোটা বানিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে।
  • টকদই দিয়ে পরিবেশন করতে হবে।