এগ চিজি গ্যালেট

Copy Icon
Twitter Icon
এগ চিজি গ্যালেট

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 12 Min

Total Time : 22 Min

Ingredients

Serves : 5
  • স্বাদ মতো নুন ,২কাপ সাদা তেল ,৩টি ডিম, ১/২ চা চামচ বেকিং পাউডার ,১টেবিল চামচ অরিগ্যানো, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২টি স্লাইস চিজ ,১০০গ্রাম ময়দা

Directions

  • ময়দা,নুন,বেকিং পাউডার,তেল আর জল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে ২০মিনিট রেখে দিতে হবে।
  • ২০মিনিট বাদে অল্প তেল দিয়ে লুচির মতো বলে নিতে হবে,কিন্তু লুচির থেকে আকার টা একটু বেশি বড়ো হবে।
  • ৩ টে ডিম সাবধানে অল্প করে ফাটিয়ে ডিমের সাদা অংশ টা বাটিতে ঢেলে নিয়ে আলাদা বাটিতে ডিমের হলুদ অংশ রাখতে হবে।
  • হাতের তালুতে লুচি টা রেখে একটু গর্ত করে ডিমের হলুদ অংশ ঢেলে নিতে হবে।
  • এর ওপর নুন,অরিগ্যানো আর গোলমরিচ দিয়ে চিজ গ্রেট করে ছড়িয়ে দিতে হবে।
  • তারপর লুচির ধার গুলো অল্প জল লাগিয়ে কুঁচি মতো ভাঁজ করে মুখটা একটু খোলা রেখে দিতে হবে।
  • প্যান এ সাদা তেল গরম করে ওই এগ চিজি গ্যালেট ভালো করে ভেজে নিতে হবে।
  • বেশ ভালো করে ভাজা হলে নামিয়ে নিতে হবে,তৈরি এগ চিজি গ্যালেট,আমি পেঁয়াজ রিং আর ধনে পাতা দিয়ে পরিবেশন করেছি।