বেডমী পুরি ও আলুর তরকারি

Copy Icon
Twitter Icon
বেডমী পুরি ও আলুর তরকারি

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 20 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 2
  • 1 কাপ ময়দা


  • 1 কাপ আটা


  • 1/2 কাপ সুজি


  • 1/2 চা চামচ জোয়ান


  • 1 1 চা চামচ কসুরি মেথি


  • 2 চা চামচ ঘি


  • 1/2 কাপ বিউলির ডাল পাউডার


  • 1 চা চামচ মেথি পাউডার


  • 1 চা চামচ ধনে গুঁড়া


  • 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো


  • 1 চা চামচ গরম মসলা গুঁড়ো


  • 1/2 চা চামচ আমচুর পাউডার


  • 1/2 চা চামচ হিং


  • 3 টা আলু সেদ্ধ


  • 1 টা তেজপাতা


  • 2 টা লবঙ্গ


  • 1/2 চা চামচ গোটা জিরা


  • 1 চা চামচ লঙ্কা কুচি


  • 1/2 চা চামচ আদা কুচি


  • 1/2 কাপ টমেটো পেস্ট


  • 2 কাপ তেল

Directions

  • একটি পাত্রে ময়দা আটা সুজি তেল ঘি কাসুরি মেথি একসাথে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে ভালো করে মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম।
  • আরেকটি পাত্রে বিউলির ডাল গুড়ো ধনেগুঁড়ো আমচুর পাউডার কাশ্মীরি লঙ্কাগুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন একসাথে মিশিয়ে অল্প গরম জল দিয়ে মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম
  • ডালে একটু জল দিয়ে নরম করে নিয়ে ময়দার লেচিতে ডালের পুর ভরে কচুরি বেলে নিলাম। কড়াইতে তেল গরম করে কচুরি গুলো ভেজে নিলাম।
  • কড়াইতে 2 চামচ তেল দিয়ে গোটা জিরা তেজপাতা আদা কুচি ফোড়ন দিলাম এরপর টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ আলু হাতে করে চটকে দিয়ে দিলাম ও কষতে থাকলাম।