স্প্যানিশ অমলেট

Copy Icon
Twitter Icon
স্প্যানিশ অমলেট

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 15 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • সাদা তেল 6টেবিল চামচ


  • ডিম 3টি


  • আলু 2টি


  • নুন স্বাদ মতো পেঁয়াজ 3টি


  • গোলমরিচ গুঁড়ো 2টেবিল চামচ


  • টম্যাটো 4টি সাজানোর জন্য


  • পেঁয়াজ 2টি সাজানোর জন্য

Directions

  • আলু আর পেঁয়াজ একদম ছোটো করে কেটে নিতে হবে
  • প্যান এ তেল গরম করে প্রথমে আলু গুলো একটু ভাজা করে নিতে হবে।
  • তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে হবে,মনে রাখতো হবে আলু আর পেঁয়াজ নরম যেন হয় কিন্তু বেশি ভাজা যেন না হয়।
  • এবার আলাদা একটা বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে,সাথে ভেঁজে রাখা আলু পেঁয়াজ,নুন,গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • তারপর একটা প্লাস্টিক পেপার দিয়ে ঢাকা দিয়ে বাটিটা ফ্রিজে রেখে দিতে হবে 20মিনিট
  • 20মিনিট বাদে প্যান এ আবার একটু তেল গরম করে বাটির পুরো মিশ্রন টা ঢেলে দিতে হবে।
  • অমলেট এর নিচের অংশ হয়ে গেলে প্যান এর ওপর একটা থালা ঢেকে সাবধানে আস্তে করে উল্টে দিতে হবে।
  • ডাইরেক্ট যদি প্যান থেকে খুন্তি দিয়ে উল্টোটা যেতাম অমলেট টা ভেঙে যেতো, তাই এইভাবেই উল্টে দিলে অমলেট ভাঙবে না
  • তারপর থালার অমলেট টা প্যানে আস্তে করে ঠেলে দিতে হবে,ডুপিঠ পুরো ভালো করে ভাজা হয়ে গেলে একটা প্লেটে অমলেট টা রেখে টম্যাটো ও পেঁয়াজ দিয়ে পরিবেশন করতে হবে।