সবজি ডিম ভাপা

Copy Icon
Twitter Icon
সবজি ডিম ভাপা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • ডিম 3 টি


  • গাজর কুচি 1 টেবিলচামচ


  • ভুট্টা সেদ্ধ 2 টেবিলচামচ


  • কাপসিকাম 1 টি


  • ধনেপাতা কুচি 1 টেবিলচামচ


  • সরষেরতেল 1 টেবিলচামচ


  • পেঁয়াজকুচি 1 টেবিলচামচ


  • কাঁচালঙ্কাকুচি 2 টি


  • চাটমশলা 1 চা চামচ


  • নুন 1/2 চা চামচ


  • হলুদগুড়ো 1/2 চা চামচ

Directions

  • একটি পাত্রে ডিম ফেটিয়ে তার মধ্যে গাজর ভুট্টা সেদ্ধ কাপসিকাম ধনেপাতা পেঁয়াজ লঙ্কা নুন হলুদগুড়ো ও চাটমশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • এবার একটি টিফিন বক্সে তেল দিয়ে মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিয়ে ওপর থেকে একটি কাপসিকাম রিং করে কেটে বসিয়ে নিতে হবে।
  • একটি কড়াইয়ে জল গরম করে টিফিন বক্সের মুখ আটকে ওটা বসিয়ে দিতে হবে এবং কড়াইটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
  • 15 মিনিট পর চামচের পেছনটা দিয়ে দেখে নিতে হবে হয়েছে কিনা।হয়ে গেলে নামিয়ে বক্স থেকে বের করে ছুরি দিয়ে কেটেছে গরম গরম পরিবেশন করতে হবে।