মিনি উত্তাপাম ও চাটনি

Copy Icon
Twitter Icon
মিনি উত্তাপাম ও চাটনি

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • উত্তাপামের জন্য- ডোসা ব্যাটার 2কাপ


  • পেয়াজ কুচি 1কাপ


  • টমেটো কুচি 1কাপ


  • লংকা কুচি 1-2চামচ


  • সাদা তেল 2-3চামচ


  • ধনেপাতা 1কাপ


  • চাট মশালা 2চামচ


  • চাটনীর জন্য- পেয়াজ 1টা


  • টমেটো 2-3টি


  • তুর ডাল 1চামচ


  • ছোলার ডাল 1/2চামচ


  • কারিপাতা 5-6টি


  • হিং 1চিমটি


  • শুকনো লংকা 1টি


  • কাচা লংকা 2টি

Directions

  • উত্তাপাম বানাতে একটু মোটা করে ব্যাটার ব্যাবহার করুন।প্যানে তেল দিয়ে ব্যাটার দিন।উপরে পছন্দ মত সবজি ছড়িয়ে চাট মশালা দিন।1মিনিট ভাজা হলে উল্টে পিছন দিকটি ভেজে নিন।তাহলেই তৈরী ।
  • চাটনীর জন্য- তেল দিয়ে হিং,লংকা,কারিপাতা,গোটাসরষে ,ডাল ফোড়ন দিন।খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।এবার পেয়াজ কুচিয়ে দিন।1মিনিট ভাজুন।হলুদ,নুন,লংকা গুড়ো দিন।এবার টমেটো দিন।1-2মিনিট ভাজুন।এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে উত্তাপাম দিয়ে পরিবেশন করুন।