Close Button

~Ots Chilla HEALTHY Breakfast

share
~Ots Chilla  HEALTHY Breakfast

Description

Cooking Time

Preparation Time : 15

Cook Time : 10

Total Time : 25

Ingredients

Serves 2

  • 1:--এক কাপ ওটস।

  • 2 :-- ১/২কাপ গ্রেটেড লাউ।

  • 3 :--১টা কাচালঙ্কা ।

  • 5 :-- নুন ,হলুদ।

Directions

  • 01

    প্রথমে লাউ গ্রেট করে চিপে জল টা বের করে এক কাপ ওটস এর সাথে নুন হলুদ লঙ্কা কুচি দিয়ে একটা ঘন ব‍্যাটার বানিয়ে ননস্টিক প‍্যনে তেল ছাড়া ভেজে নিতে হবে ।

Review

0

Please Login to comment

#Tags

Link copied