কাতলা মাছের ঝাল

Copy Icon
Twitter Icon
কাতলা মাছের ঝাল

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • 8 piece পিস কাতলা মাছ


  • 1 tsp ধনে গুড়ো


  • 1 tsp জিরে গুড়ো


  • 1/2 pinch আদা


  • 1 nos একটা মাঝারি সাইজ টমেটো


  • 1 nos চারটে কাচালঙ্কা


  • 1 pinch নুন , হলুদ


  • 1 tbsp পরিমান মতো সঃ তেল


  • 1 nos আলু


  • 1/2 nos পেয়াজ


  • 1 nos শুকনো লঙ্কা


  • 1/2 tsp গোটা জিরে


  • 1 sprig ধনে পাতা

Directions

  • প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে ।
  • কড়াইতে সঃ তেল গরম করে মাছ ভেজে নামিয়ে রেখে ওই তেলে টুকরো করা আলু ভেজে নিতে হবে ।
  • এবার প্রয়োজনে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে একসাথে বেটে রাখা মশলা ( আদা , জিরে, ধনে , কাচালঙ্কা , পেয়াজ ) দিয়ে নাড়তে হবে ।
  • তারপর নুন , হলুদ দিয়ে যতক্ষন না তেল ছেড়ে আসে ।
  • এবার ভাজা আলু দিয়ে দু - কাপ গরম জল দিতে হবে ।
  • এবার ঢাকনা দিয়ে দিতে হবে ।
  • এবার ঢাকনা খুলে আলু আধা সেদ্ধ হয়ে গেলে মাছ গুলো ছেড়ে দিয়ে আর ও কিছুক্ষন ফুটিয়ে নিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে হবে ।
  • তাহলেই রেডি কাতলা মাছের ঝাল ।