আলু পটল চিংড়ি রসা

Copy Icon
Twitter Icon
আলু পটল চিংড়ি রসা

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 12 Min

Total Time : 22 Min

Ingredients

Serves : 2
  • আলু 1 টি


  • পটল 4 টি


  • চিংড়িমাছ 15 টি


  • গোটা জিরে 1/2 চা চামচ


  • আদাবাটা 1/2 চা চামচ


  • পোস্তবাটা 1 চা চামচ


  • কাঁচা লঙ্কা বাটা 1/2 চা চামচ


  • নুন 1/2 চা চামচ


  • হলুদগুড়ো 1/2 চা চামচ


  • জল1/2 কাপ


  • সরষের তেল 1 টেবিলচামচ


  • টমেটো সস 1/2 চামচ


  • কাশ্মীরী লঙ্কা গুড়ো 1/2 চা চামচ

Directions

  • চিংড়ি মাছ কে নুন হলুদগুড়ো মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ।
  • একটি মাইক্রো বোলে তেল দিয়ে মাছ গুলো কে মাখিয়ে 2 মিনিট মাইক্রো করে নিতে হবে।
  • এবার ওরমধ‍্যে গোটা জিরে ডুমো করে কাটা নুন হলুদগুড়ো মাখানো আলু ও পটল গুলো কে ঢাকা দিয়ে 5 মিনিট হাই পাওয়ার এ মাইক্রো করে নিতে হবে।
  • এবার আদা লঙ্কা পোস্ত বাটা নুন হলুদগুড়ো টমেটো সস লঙ্কা গুড়ো ও তেল দিয়ে মিশিয়ে 3 মিনিট মাইক্রো করে নিতে হবে।
  • জল ও ভাজা চিংড়ি মাছ দিয়ে 2 মিনিট ঢাকা। দিয়ে মাইক্রো করে নিতে হবে।
  • একটু রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।