কোকোনাট ব্রেড

Copy Icon
Twitter Icon
কোকোনাট ব্রেড

Description

Cooking Time

Preparation Time :4 Hr 0 Min

Cook Time : 18 Min

Total Time : 4 Hr 18 Min

Ingredients

Serves : 3
  • 2 কাপ ময়দা


  • 1 চা চামচ ড্রাই ইস্ট


  • 1/2 কাপ গুঁড়ো চিনি


  • 1 টা ডিম


  • 1/2 কাপ দুধ


  • 1/2 কাপ মাখন


  • 1/2 চা চামচ নুন


  • 1/2 কাপ নারকেল কোরা


  • 1 চা চামচ ভ্যানিলা এসেন্স


  • 1 চা চামচ সাদা তিল

Directions

  • একটি পাত্রে ময়দা চিনি গুঁড়ো দু'চামচ, ইস্ট পাউডার অল্প গরম দুধ ডিম এর অল্প অংশ ভালো করে মিশিয়ে নিয়ে মেখে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম
  • দু চামচ মাখন ময়দার মধ্যে মিশিয়ে এটা গরম জায়গায় তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম
  • ময়দা ফুলে গেলে এর মধ্যে ঘুসি মেরে ময়দার হাওয়া বের করে দিয়ে ভালো করে মেখে নিয়ে তিনটি লেচি বানিয়ে নিলাম
  • পুরের জন্য একটি পাত্রে নারকেলকোরা গুঁড়ো চিনি তিন চামচ গলানো মাখন তিন চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিলাম
  • ময়দার লেচি গুলো লম্বা করে বেলে নিয়ে মাঝখানে নারকেলের পুর রেখে ময়দার দুটো সাইড চেপে নিলাম এবং রোল বানিয়ে নিলাম ‌।
  • একটি পাত্রে ময়দা মাখন চিনি গুঁড়ো মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে নিলাম এবং ময়দার উপর ডিজাইন করে দিলাম। ডিম ব্রাশ করে তিল ছড়িয়ে দিলাম।
  • মাইক্রোওয়েভ 180 ডিগ্রীতে কনভেকশনে প্রিহিট করে নিয়ে রোলগুলো 18 মিনিট বেক করে নিলাম এবং ওপরে মাখন ব্রাশ করে দিলাম।