আলু পোস্ত

Copy Icon
Twitter Icon
আলু পোস্ত

Description

Cooking Time

Preparation Time :7 Min

Cook Time : 9 Min

Total Time : 16 Min

Ingredients

Serves : 2
  • 4 টেবিল চামচ পোস্ত


  • 2 চা চামচ সরিষার তেল


  • 1/2 চা চামচ পাঁচ ফোরন


  • 1/4 চা চামচ গোটা জিরে


  • 1 টা শুকনো লঙ্কা


  • 2 টো কাঁচা লঙ্কা


  • নুন আন্দাজ মতো


  • জল 3 কাপ


  • 3 টে আলু

Directions

  • প্রথম আলু গুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
  • পোস্ত সাথে লঙ্কা দিয়ে বেটে নিতে হবে।
  • এবার একটি মাইক্রোওয়েভ বাটিতে 2কাপ জল দিয়ে কনভেকশন মুডে 180 ডিগ্রি তে 3 মিনিট রেখে সিদ্ধ করে নিতে হবে।
  • অন্য একটি মাইক্রোওয়েভ বাটিতে সরিষার তেল গোটা জিরে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কনভেকশন মুডে 180 ডিগ্রি তে 20 সেকেন্ড রান্না করতে হবে।
  • এবার ফোরনের বাটিটাই সিদ্ধ করা আলুর টুকরো পোস্ত বাটা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কনভেকশন মুডে 160 ডিগ্রি তে 5 মিনিট রান্না করতে হবে।
  • সাজিয়ে পরিবেশন করলেই তৈরী।