আলু পটলের ঝোল

Copy Icon
Twitter Icon
আলু পটলের ঝোল

Description

Cooking Time

Preparation Time :8 Min

Cook Time : 25 Min

Total Time : 33 Min

Ingredients

Serves : 2
  • আলু 1 টি


  • পটল 6 টি


  • নুন স্বাদ মতো


  • সরষের তেল 2 চামচ


  • গোটা জিরা 1/4 চামচ


  • পেঁয়াজ কুচি 1 টি


  • টমেটো কুচি 1 টি


  • হলুদ গুড়ো 1 চামচ


  • ধনে গুড়ো 1 চামচ


  • জিরা গুড়ো 1 চামচ


  • লঙ্কা গুড়ো 1/2 চামচ

Directions

  • আলু ও পটলের খোসা ছাড়িয়ে কেটে নিন ওগুলো কে ।
  • এবার একটি মাইক্রো ওয়েভ বাটিতে কেটে নেওয়া আলু এবং 2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে 8 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন । 8 মিনিট বাদ আলু গুলো থেকে জল ফেলে দিন ।
  • এবার অন্য একটি মাইক্রো ওয়েভ বাটিতে 2 চামচ সরষের তেল, 1/4 চামচ গোটা জিরা দিয়ে 1 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন ।
  • এবার তাতে 1 টি পেঁয়াজ কুচি এবং 1 টি টমেটো কুচি দিয়ে 3 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন
  • 3 মিনিট বাদ কেটে রাখা পটল দিয়ে আরও 3 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন।
  • এবার সেদ্ধ আলু, স্বাদমতো নুন, 1 চামচ হলুদ গুড়ো, 1 চামচ ধনে গুড়ো, 1 চামচ জিরা গুড়ো এবং 1/2 চামচ লঙ্কা গুড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিন।
  • বাটি টি মাইক্রো ওভেনে রেখে 2 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন ।
  • এবার বাটিতে 1 গ্লাস জল দিয়ে 8 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন ।
  • তৈরি আলু পটলের ঝোল ।