জাম্বো চিংড়ির থার্মিডর

Copy Icon
Twitter Icon
জাম্বো চিংড়ির থার্মিডর

Description

Cooking Time

Preparation Time :18 Min

Cook Time : 42 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 3
  • 3 nos খোসা ছাড়ানো এবং কুচি করে কাটা 3টি জাম্বো সাইজের চিংড়ি


  • 1 tsp নুন


  • 1 tsp গোলমরিচ গুঁড়ো


  • 1/2 litre ভাজার জন্য


  • 1 cups গ্রেট করা মোজারেলা চিজ


  • 1 tbsp তেল


  • 1 tbsp কুচি করে কাটা


  • 1 tbsp লঙ্কা গুঁড়ো


  • 1 tbsp মাখন


  • 4 nos চিংড়ির ঘিলু


  • 4 nos চেরি টমেটো


  • 1 cups কুচি করে কাটা পার্সলে


  • 1 sprig পেঁয়াজ পাতা


  • 100 gms পনির


  • 1 nos পাতিলেবু


  • 1 nos জুলিয়েন করে কাটা লাল হলুদ এবং সবুজ বেল পেপার টি করে


  • 1 tbsp ফ্রেশ ক্রিম

Directions

  • কড়াইতে তেল গরম হলে চিংড়ির মাথা ,লেজ গুলো ভেজে নিন
  • কড়াইতে মাখন গরম হলে তাতে পেঁয়াজ কুচি 2 মিনিট ভেজে নিন
  • এবার চিংড়ির ঘিলু তার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিন
  • লঙ্কা গুঁড়ো আর ছোট কিউব করে কাটা পনির গুলো দিয়ে ভালো করে রান্না করুন
  • আন্দাজমতো নুন দিন
  • এবার আগে থেকে কেটে রাখা চিংড়ি গুলো দিয়ে ভালো করে নেড়ে নিন
  • গোলমরিচ আর ফ্রেশ ক্রিম দিয়ে 5 মিনিট কম আঁচে রান্না করুন
  • এবার রান্না করা মিশ্রণটি আগে থেকে ভেজে রাখা চিংড়ির খোলার মধ্যে সাজিয়ে নিন
  • উপর থেকে গ্রেট করে রাখা চিজ আর পার্সলে পাতা দিন
  • একটি প্যানে 1 টেবিল চামচ তেল গরম হলে তাতে বেলপেপার চেরি টমেটো আর পেয়াজ পাতা ভালো করে টস করে নিন
  • মাইক্রো ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট প্রিহিট করুন
  • ওভেনে 10 মিনিট কনভেকশন মোডে বেক করে আগে থেকে টস করে রাখা সবজিগুলোর সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার জাম্বো চিংড়ির থার্মিডর