হার্ট সুইস রোল ( HEART Swiss Roll)

Copy Icon
Twitter Icon
হার্ট সুইস রোল  ( HEART Swiss Roll)

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 10
  • 4 tsp ডিম


  • 1/2 cups ময়দা


  • 1/2 cups চিনি


  • 1 tbsp উডার দুধ


  • 1/4 tsp বেকিং পাউডার


  • 1/2 tsp ভ্যানিলা এসেনশ


  • 2 tbsp কোকো পাউডার


  • 2-3 nos ফোটা লাল রং


  • 2 cups হুইপ ক্রিম

Directions

  • ডিমের সাদা ও হলুদ অংশ আলাদা করে নিতে হবে
  • ময়দার সঙ্গে বেকিং পাউডার, ও মিল্ক পাউডার একসঙ্গে মিশিয়ে চেলে নিতে হবে ।
  • ডিমের কুসুমের সাথে চিনি মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।
  • চিনি ভালো ভাবে মিশে গেলে ময়দা মেশাতে হবে। ।
  • এবার সাদা অংশ ইলেকট্রিক বীটার দিয়ে ফেটাতে হবে । সাদা অংশ ফ্লাফি ও স্টিফ হয়ে এলে বীটিং বন্ধ করতে হবে।
  • এবার কেক মিশ্রন টিতে ডিমের সাদা অংশ হালকা হাতে মেশাতে হবে। ।
  • এবার কেক মিশ্রন থেকে 1/4 কাপ মিশ্রন সরিয়ে রাখতে হবে ।
  • বাকি মিশ্রনে কোকো পাউডার ও লাল রং ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • বাটার পেপার লাইনিং দেওয়া বেকিং ট্রেতে হার্ট সেপ এঁকে নিতে । পাইপিং ব্যাগে রং ছাড়া কেক মিশ্রন ভরে নিয়ে হার্ট সেপ গুলি ভরে প্রি- হিট ওভেনে 1 মিনিট বেক করতে হবে। ।
  • এবার লাল রং কেক মিশ্রন বেক করা হার্ট এর ওপরে ভালো করে বিছিয়ে প্রি-হিট ওভেনে 15 মিনিট বেক করতে হবে।
  • কেক বেক হয়ে গেলে কিচেন তোয়ালে র মধ্যে কেক রোল করে রাখতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত ।
  • এবার বাটার পেপার সরিয়ে কেক এর ওপরে হুইপ ক্রিম লাগিয়ে আবারও রোল করে রেফ্রিজারেটরে রাখতে হবে 2-3 ঘণ্টা র জন্য ।
  • এবার 1/2 ইনচ মোটা সাইজ আকারে কেটে পরিবেশন করুন ।