- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Cooking Time
Preparation Time : 5
Cook Time : 13
Total Time : 18
Ingredients
Serves 2
আলু 2 টি
পেঁয়াজ কুচি 1/2 কাপ
শুকনো লঙ্কা 2 টি
নুন স্বাদ মতো
সরষের তেল 2 চামচ
গোটা জিরা 1 চামচ
Directions
মাইক্রো ওয়েভ বাটিতে 2 টি আলু ( দুভাগ করে কেটে নেওয়া) এবং 3 কাপ জল ( যাতে আলু গুলো জলে ভালোভাবে ডুবে থাকে) দিয়ে 10 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন ।
আলু ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিন ।
এবার অন্য একটি মাইক্রো ওয়েভ বাটিতে 2 চামচ সরষের তেল, 2 টি শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা জিরা নিয়ে 1 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন ।
এবার বাটিতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আরও 2 মিনিট হাই পাওয়ারে মাইক্রো করে নিন ।
2 মিনিট বাদ এই সব উপকরণ আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিন ।
গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু ভর্তা ।
PUJA PANJA
130 Recipes