সফট বিস্কুট (Soft Biscuits)

Copy Icon
Twitter Icon
সফট বিস্কুট  (Soft Biscuits)

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 12 Min

Total Time : 27 Min

Ingredients

Serves : 15
  • 250গ্রাম মাখন( unsolted)


  • 100 গ্রাম আইসিং সুগার


  • 5 গ্রাম নুন


  • 2 টি ডিমের কুসুম


  • 350 গ্রাম ময়দা


  • 50 গ্রাম কাস্টাড পাউডার


  • 1/2 চা চামচ ভ্যানিলা এসেনশ ।

Directions

  • ফুডপ্রসেসারে মাখন, চিনি, নুন ও ডিমের কুসুম , সব একসঙ্গে দিয়ে মিশিয়ে নিতে হবে।
  • এবার বাটার মিক্সিং এ ময়দা ঢেলে মিক্স করে নিতে হবে ।
  • বিস্কুট মন্ড সেলোফোন পেপারে মুড়ে 20 মিনিট রেস্ট এ রাখতে হবে ।
  • এবার নজেল লাগানো পাইপিং ব্যাগে বিস্কুট মন্ড ভরে বাটার পেপার লাগানো ট্রেতে পাইপিং করতে হবে ।
  • পরপর তিনটি লাইন আকারে পাইপিং করতে হবে ।
  • প্রি হিট ওভেনে 180 ডিগ্রি তে 12 মিনিট বেক করতে হবে।
  • বেক হয়ে গেলে wire rack রেখে ঠাণ্ডা করে নিতে হবে ।