কাটোরি চাট

Copy Icon
Twitter Icon
কাটোরি চাট

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 5
  • ময়দা 3 কাপ


  • নুন স্বাদ মতো


  • সাদা তেল 2টেবিল চামচ


  • মটর 1কাপ


  • টম্যাটো 1টি


  • টক দই 5টেবিল চামচ


  • ধনেপাতা কুঁচি 3টেবিল চামচ


  • চাট মশলা 2টেবিল চামচ


  • ধনেপাতা চাটনী 2টেবিল চামচ


  • তেঁতুলের মিষ্টি চাটনী 3টেবিল চামচ


  • ঝুড়ি ভাজা 4টেবিল চামচ


  • আলু 1টি

Directions

  • একটা বাটিতে মটর,আলু আর 2কাপ জল দিয়ে হাই পাওয়ারে মাইক্রো করতে হবে।
  • একটা বাটিতে ময়দা,তেল,নুন আর পরিমান মতো জল দিয়ে ভালো ঠেসে ঠেসে মাখতে হবে,একটা ডো বানাতে হবে।
  • তারপর 20মিনিট ঢেকে রাখতে হবে।
  • 20 মিনিট বাদে আবার একটু ঠেসে মেখে নিতে হবে,তারপর ওই ডো থেকে ছোটো লেচি কেটে লুচির মতো বেলে নিতে হবে।
  • তারপর মাইক্রো মল্ট করার বাটিতে তেল ব্রাশ করে একটা করে লুচি রেখে 5মিনিট হাই পাওয়ারে মাইক্রো করতে হবে।
  • দেখতে পুরো বাটির মতো হবে,তার মধ্যে টম্যাটো কুঁচি,পেঁয়াজ কুঁচি, সেধ্য করা মটর আর আলু,ধনে পাতা চাটনী,টক দই,তেতুলের চাটনী,নুন,ধনেপাতা কুঁচি, ঝুড়ি ভাজা,চাট মশলা দিয়ে পরিবেশন করতে হবে।