- Meal Type
- Ingredient
- Cuisine
- Seasonal
- Dish
- Drinks
Please connect to Internet to continue
Description
Cooking Time
Preparation Time : 5
Cook Time : 2
Total Time : 7
Ingredients
Serves 1
কুমড়ো চৌকো করে কাটা 7-8 টুকরো
নুন 1চামচ
গোলমরিচ 1/2 চামচ
আদা 1/2 কুচি
ধনেপাতা কুচি 1চামচ
বাটার 1চামচ
Directions
কুমড়ো ,আদা জল দিয়ে 5মিনিট মাইক্রোতে দিন।
সেদ্ধ কুমড়ো পেস্ট বা হাত দিয়ে চটকে ছেকে নিয়ে নুন গোলমরিচ দিন
ধনেপাতা ও বাটার ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
Antara Basu De
101 Recipes