ডাব চিংড়ি

Copy Icon
Twitter Icon
ডাব চিংড়ি

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 15 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 2
  • ডাব 1টি


  • নুন স্বাদ মতো


  • কাঁচালঙ্কা 5টি


  • পোস্ত বাটা 1টেবিল চামচ


  • সর্ষে বাটা 1টেবিল চামচ


  • হলুদ গুঁড়ো 1টেবিল চামচ


  • চিংড়ি মাছ 200গ্রাম


  • সর্ষে তেল 2টেবিল চামচ

Directions

  • একটা মাইক্রো বাটিতে চিংড়ি মাছ নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে হাই পাওয়ারে 5মিনিট রান্না করতে হবে।
  • তারপর আরেক টা বাটিতে ভাজা চিংড়ি,হলুদ গুঁড়ো, নুন,পোস্ত বাটা,সর্ষে বাটা ,ডাবের জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
  • এবার ওই ফাঁকা ডাবের মধ্যে বাটির মিশ্রন,কাঁচালঙ্কা চিরে,বাকি সর্ষে তেল দিয়ে ডাবের কাটা অংশটা দিয়ে চেয়ে দিতে হবে।
  • মাইক্রো তে 10মিনিট এর মতো রেখে সর্বোচ্চ পাওয়ারে রান্না করতে হবে।