চিকেন টিক্কা কাবাব

Copy Icon
Twitter Icon
চিকেন টিক্কা কাবাব

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 30 Min

Total Time : 35 Min

Ingredients

Serves : 2
  • বোনলেস চিকেন পিস 10টি


  • নুন স্বাদ মতো


  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1টেবিল চামচ


  • লাল লঙ্কার গুঁড়ো 1চা চামচ


  • আদা রসুন বাটা 1টেবিল চামচ


  • লেবু 1টি


  • তন্দুরি মশলা 1টেবিল চামচ


  • টম্যাটো 2টি


  • পেঁয়াজ 2টি


  • শিক কাবাব 3টি


  • সাদা তেল 2টেবিল চামচ

Directions

  • চিকেন পিস গুলো নুন,আদা রসুন বাটা,তন্দুরি মশলা,লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবুর রস মাখিয়ে রেখে দিতে হবে 30মিনিট
  • তারপর পেঁয়াজ আর টম্যাটো গোল গোল করে কেটে নিতে হবে।
  • কাবাব স্টিক এ একটা চিকেন পিস,তারপর টম্যাটো একটা,আবার একটা চিকেন পিস,তারপর আবার একটা পেঁয়াজ,তারপর আবার একটা চিকেন পিস লাগিয়ে নিতে হবে,এইভাবে প্রত্যেকটা স্টিক করতে হবে,তারপর তেল ব্রাশ করে নিতে হবে।
  • ওভেন প্রিহিট করে রেক এ রেখে কনভেকশন মুডে সর্বোচ্চ পাওয়ারে 20মিনিট রান্না করতে হবে।
  • তারপর মাইক্রো প্লাস গ্রিল এ 10 মিনিট 160ডিগ্রী তে রান্না করতে হবে।
  • 5মিনিট বাদে স্টপ করে উল্টে আবার বাকি 5মিনিট রান্না করতে হবে।