কাপকেক

Copy Icon
Twitter Icon
কাপকেক

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 40 Min

Total Time : 55 Min

Ingredients

Serves : 5
  • 1কাপ দুধ


  • 1চামচ ভিনিগার


  • 3টে ডিম


  • 1/2কাপ বাটার


  • 2চামচ ভেনিলা এসেন্স


  • 250গ্রাম ময়দা


  • 1/2কাপ কোকো পাউডার


  • 1চামচ বেকিং সোডা


  • 1চামচ বেকিং পাউডার


  • 1চিমটে নুন


  • 250গ্রাম গুড়ো চিনি

Directions

  • দুধ ও ভিনিগার মিশিয়ে নিন।দুধ যেন একদম ঠান্ডা থাকে।
  • ডিম ফেটিয়ে নিন।গলানো বাটার,ভেনিলা এসেন্স মেশান।দুধটা মিশিয়ে দিন।
  • ময়দা চেলে নিন ছাকনি দিয়ে।কোকো পাউডার,বেকিং পাউডার ,বেকিং সোডা,নুন দিয়ে আবার চেলে নিন।
  • চিনি মিশিয়ে নিন।
  • চাইলে চোকো চিপস দিতে পারেন
  • এবার মিশিয়ে রাখা তরল মিশ্রনকে অল্প অল্প করে শুকনো মিশনে মেশান।
  • কাপকেকের মোল্ডে 3/4 ভাগ মিশ্রনটি দিন।
  • 190ডিগ্রি সেল্সিয়াসে প্রিহিট করে 20-22মিনিট বেক করুন।
  • ঠান্ডা করে পছন্দ মত সাজিয়ে পরিেশন করুন।