রঙিন ইডলি

Copy Icon
Twitter Icon
রঙিন ইডলি

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 5 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 1 কাপ সুজি


  • 1/2 কাপ টকদই


  • 1/2 কাপ নারকেল কোরা


  • 1 চা চামচ নুন


  • 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি


  • 1 চা চামচ সাদা তেল


  • 1 চা চামচ কালো সরষে


  • 1 চা চামচ ফ্রুট সল্ট


  • 1/2 চা চামচ চিনি


  • 1 চা চামচ বীটের রস

Directions

  • কড়াইতে সাদা তেল দিয়ে সরষে ফোড়ন দিলাম সরষে ফাটতে থাকলে সুজিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম
  • সুজি ঠান্ডা করে এর সঙ্গে নারকেল কোরা দই কাঁচা লঙ্কা নুন ও অল্প জল মিশিয়ে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম
  • সুজির মিশ্রণটি থেকে কিছুটা আলাদা করে বিটের রস মিশিয়ে নিলাম
  • দুটো মিশ্রণে ফ্রুট সল্ট মিশিয়ে নিলাম। ইডলির স্ট‍্যান্ডে সাদা তেল লাগিয়ে প্রথমে বিটের মিশ্রণটি দিলাম
  • এর ওপরে সুজির মিশ্রণটি দিলাম
  • মাইক্রো ওভেনে 5 মিনিটের জন্য ইডলি স্ট্যান্ড স্টিমারে রেখে স্টিম করে নিলাম