আলু পোস্ত

Copy Icon
Twitter Icon
আলু পোস্ত

Description

Cooking Time

Preparation Time :5 Min

Cook Time : 7 Min

Total Time : 12 Min

Ingredients

Serves : 2
  • আলু 4টি


  • গোটা জিরে 1চা চামচ


  • শুকনো লঙ্কা 1টি


  • কাঁচালঙ্কা 2টি


  • পোস্ত 2টেবিল চামচ


  • সর্ষে তেল 2টেবিল চামচ


  • তেজপাতা 1টি


  • নুন স্বাদ মতো


  • হলুদ গুঁড়ো 1চা চামচ

Directions

  • প্রথমে কাঁচালঙ্কা আর পোস্ত পরিমান মতো জল দিয়ে মিক্সি তে বেঁটে নিতে হবে।
  • তারপর আলু গুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে।
  • একটা মাইক্রো ওয়েভ বাটিতে 2কাপ জল দিয়ে সেধ্য করে নিতে হবে 180 ডিগ্রী কনভেকশন মুডে 3মিনিট
  • তারপর মাইক্রো বাটিতে সর্ষে তেল এর মধ্যে গোটা জিরে,শুকনো লঙ্কা,তেজপাতা ঢাকা দিয়ে কনভেকশন মুডে 180ডিগ্রী তে 20সেকেন্ড রান্না করতে হবে।
  • তারপর ওই ফোরণ দেয়া মাইক্রো বাটিতে সেধ্য করা আলু,হলুদ গুঁড়ো, নুন,পোস্তর পেস্ট দিয়ে একটু নেড়ে কনভেকশন মুডে 5মিনিট রান্না করতে হবে 160ডিগ্রিতে।