কুমড়ো পাউরুটি

Copy Icon
Twitter Icon
কুমড়ো পাউরুটি

Description

Cooking Time

Preparation Time :3 Hr 0 Min

Cook Time : 12 Min

Total Time : 3 Hr 12 Min

Ingredients

Serves : 2
  • 2 কাপ ময়দা


  • 1/2 কাপ কুমড়ো সেদ্ধ


  • 2 চা চামচ চিনি


  • 1 চা চামচ ইষ্ট


  • 1 টা ডিম


  • 1/2 কাপ দুধ


  • 3 চা চামচ মাখন


  • 4 টা দারচিনি কাঠি

Directions

  • কুমড়ো কুচি মাইক্রোওভেনে মাইক্রো মোডে হাই পাওয়ারে পাঁচ মিনিট ঘুরিয়ে নিয়ে সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিলাম
  • কুমড়ো পেস্ট অল্প গরম দুধ চিনি ইস্ট মাখন ডিমের আধাটা একসঙ্গে মিশিয়ে 15 মিনিট রেখে দিলাম
  • ময়দা তে নুন মিশিয়ে কুমড়োর মিশ্রণটি দিয়ে মেখে নিলাম এবং আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম
  • ময়দা তে 2 চামচ বাটার দিয়ে একটু মেখে নিয়ে দুই ঘন্টা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দিলাম
  • অল্প শুকনো ময়দা ছিটিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়ে চারটি বল বানিয়ে নিলাম।
  • বল গুলো গোল করে নিয়ে এর সাইড গুলো কাঁচি দিয়ে কেটে দিলাম এবং মাঝখানে একটি মোটা কাঠি দিয়ে গর্ত করে দিলাম এবং ঢাকা দিয়ে এটা আরো 10 মিনিট রেখে দিলাম
  • মাইক্রোওয়েভ 180 ডিগ্রীতে কনভেকশন মোডে প্রিহিট করে নিয়ে বলগুলো 12 মিনিট বেক করে নিলাম
  • বল গুলোর উপরে বাটার ব্রাশ করে দিলাম এবং গর্তগুলোতে দারচিনি কাঠি ঢুকিয়ে পরিবেশন করলাম