তন্দুরি চিকেন

Copy Icon
Twitter Icon
তন্দুরি চিকেন

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 2 Hr 30 Min

Ingredients

Serves : 2
  • 500 গ্রাম চিকেন


  • 50 গ্রাম দই


  • 1 চা চামচ রসুন বাটা


  • 1 চা চামচ আদা বাটা


  • 2 চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো


  • 1/2 চা চামচ গরম মসলা গুঁড়া


  • 1/2 চা চামচ হলুদ গুঁড়া


  • 1 চা চামচ তন্দুরি মসলা গুঁড়া


  • 1 চা চামচ নুন


  • 1/2 চা চামচ চিনি


  • 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া


  • 3 চা চামচ বাটার


  • 1 চা চামচ সরিষার তেল

Directions

  • চিকেন এ নুন চিনি ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম
  • এরপর চিকেন এ দই আদা বাটা রসুন বাটা কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মসলা গুঁড়ো তন্দুরি মসলা গুঁড়ো ও বাটার মাখিয়ে দু'ঘণ্টা রাখলাম ।
  • মাইক্রোওভেন কনভেকশন মোডে প্রিহিট করলাম 180 ডিগ্রীতে। এরপর চিকেন টা 10 মিনিট বেক করলাম
  • চিকেন গুলো উল্টে দিয়ে আবার 5 মিনিট বেক করলাম
  • একটি ছোট পাত্রে এক চামচ সরষের তেল ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম ও বেক করা চিকেন এর গায়ে তেল টা ব্রাশ করে দিয়ে 10 মিনিট গ্রিল করলাম ।
  • চিকেন গুলো উল্টে আবার তেল টা লাগিয়ে আরও 5 মিনিট গ্রিল করলাম