চিকেন বাটার তন্দুরি

Copy Icon
Twitter Icon
চিকেন বাটার তন্দুরি

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 30 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 5
  • চিকেন হাঁড় সহ 300গ্রাম


  • নুন স্বাদ মতো


  • আদা বাটা 1টেবিল চামচ


  • রসুন বাটা 1টেবিল চামচ


  • টক দই 3টেবিল চামচ


  • লেবুর রস 2টেবিল চামচ


  • তন্দুরি মশলা 2টেবিল চামচ


  • 2টেবিল চামচ বাটার


  • গরম মশলার গুঁড়ো 1চা চামচ


  • লাল লঙ্কার গুঁড়ো 1টেবিল চামচ


  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1টেবিল চামচ

Directions

  • প্রথমে চিকেন টা ভালো করে ধুঁয়ে আদা রসুন বাটা,তন্দুরি মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টকদই,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো,লেবুর রস মাখিয়ে ২০মিনিট রেখে দিতে হবে।
  • তারপর নুন আর বাটার মাখাতে হবে।
  • মাইক্রো ওভেন এ স্টিলের গ্রিল করার রেক রেখে তার ওপর চিকেন পিস গুলো রাখতে হবে।
  • চিকেন সহ রেক টা মাইক্রোতে রেখে 180ডিগ্রী তে প্রি হিট কনভেকশন মুডে ২০মিনিট জন্য রান্না করতে হবে।
  • 10মিনিট বাদে স্টপ করে রেক এর ওপর চিকেন গুলো উল্টে দিতে হবে,আবার রিসেট বটন টিপে বাকি 10মিনিট রান্না করতে হবে
  • এবার স্ট্যান্ডিং টাইম 2মিনিট রেখে দিতে হবে।
  • তারপর আবার 10মিনিট এর জন্য মাইক্রো প্লাস গ্রিল এ 180ডিগ্রী তে দিতে হবে রান্না করার জন্য
  • আবার 5মিনিট বাদে স্টপ করে চিকেন উল্টে দিয়ে আবার রিসেট করতে হবে বাকি 5মিনিট এর জন্য